×
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৭
  • ৮৪ বার পঠিত
রাত পোহালেন প্রেক্ষাগৃহ (সিনেমা হল) মাতাবে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের ‘তুফান’ সিনেমা। এতে নব্বই দশকের গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন মি. খান।

রায়হান রাফীর পরিচালনায় সিনেমাটির যৌথ প্রযোজনায় যুক্ত আছে বাংলাদেশের প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- ভারতের মিমি চক্রবর্তী, বাংলাদেশের চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু প্রমুখ।

ইতোমধ্যেই ‘তুফান’ সিনেমার ২ মিনিট ৪৯ সেকেন্ডের ট্রেলার প্রকাশ করা হয়েছে।এতে ভক্তদের আগ্রহ-উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে, যাতে সিনেমা হলে আরেকটি তুফানের পূর্বাভাস দেখা যাচ্ছে।

‘তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়- তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস’- চঞ্চল চৌধুরীর কণ্ঠে এই ডায়ালগের মাধ্যমে শুরু হয় ট্রেলারটি। এরপরই অ্যাকশন শুরু। ট্রেলারের প্রতিটি মুহূর্তে বিধ্বংসী এক শাকিব খানকে দেখা যায়।

শাকিব খানের সঙ্গে নজর কেড়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সিআইডি অফিসার আকরাম চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটিতে শাকিব-চঞ্চলের লড়াই যে হবে সেটি আন্দাজ করাই যাচ্ছে।

এটিই এই ঈদের সবচেয়ে বড় আয়োজনের ছবি।এই ছবিতে শাকিব খান নিজেকে ভেঙেচুরে ভক্ত-অনুরাগীদের মাঝে ভিন্নরূপে ধরা দেবেন।

‘তুফান’-এর দেশীয় পরিবেশনা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ শহীদুল্লাহ জানান, মাল্টিপ্লেক্সসহ ১২০টির বেশি হলে মুক্তি পেতে পারে ‘তুফান’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat