×
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৫
  • ১৫৪ বার পঠিত
ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের হাতে অবরুদ্ধ গাজায় শতাধিক ইসরাইলি জিম্মি আছে। তবে উপত্যকাটিতে চলমান ইসরাইলি হামলায় ঠিক কতজন জিম্মি জীবিত আছেন তা কেউ জানে না বলে জানিয়েছেন হামাসের শীর্ষ নেতা ওসামা হামদান।

সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, হামাসকে নির্মূলের নামে গাজায় অনবরত যুদ্ধ চালাচ্ছে ইসরাইলি নেতানিয়াহু সরকার। গাজায় হামাসের কাছে ইসরাইলি জিম্মিদের উদ্ধারের প্রতিশ্রুতিও দিয়ে আসছিলেন নেতানিয়াহু।

গত ৭ অক্টোবর ইসরাইলে আকষ্মিক হামলা চালিয়ে ২৪০ ইসরাইলি বেসামরিককে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। এর জবাবে গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হয়। ব্যাপক হামলার মধ্যে গাজায় বন্দি বিনিময়ের চুক্তিতে উপত্যকাটিতে সাময়িক যুদ্ধ বিরতি দেয়া হয়।
 
তবে ইসরাইলের ব্যাপক হামলায় ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। এ হামলায় হামাসের শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে হাজার হাজার বেসামরিক নিহত হয়েছেন। একইসঙ্গে গাজায় ইসরাইলি হামলার কবলে পড়ে নিহত হয়েছেন বেশ কয়েকজন ইসরাইলি জিম্মি। যদিও ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ‘ভুলবশত’ এ হামলা চালিয়েছে বলে দাবি করছে।
 
বৃহস্পতিবার (১৩ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে হামাসের শীর্ষস্থানীয় নেতা ওসামা হামদান বলেন, ‘গাজায় বর্তমানে এক শতাধিক ইসরাইলি জিম্মি আছেন। তাদের মধ্যে ৭০ জনের বেশি জিম্মি জীবিত থাকতে পারেন। তবে ঠিক কতজন এখনও জীবিত আছেন, তা কেউই  নিশ্চিতভাবে জানে না।’
  
গত সপ্তাহে ইসরাইলি বাহিনীর উদ্ধার করা চার জিম্মিকে আট মাসের বেশি বন্দি অবস্থায় থাকলেও তাদের নির্যাতন করা হয়নি বলে দাবি করেন তিনি।
 
বাকি জিম্মিদের অবস্থা এখন ইসরাইল ও হামাসের মধ্যে সম্ভাব্য চুক্তির আলোচনার ওপর নির্ভর করছে। টানা আট মাস ধরে গাজায় চলমান ইসরাইলি হামলায় নিহত হয়েছে ৩৭ হাজার ফিলিস্তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat