×
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৩
  • ৫২ বার পঠিত
তৃতীয় দফার প্রধানমন্ত্রিত্বে আমেরিকা এবং ইউরোপের শক্তিধর দেশগুলোর সঙ্গে প্রথম কূটনৈতিক ইনিংস শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদি। জি-৭-এর আমন্ত্রণমূলক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ২৪ ঘণ্টার সফরে তিনি যাচ্ছেন ইতালি। সে দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে মোদির।

আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইতালি, ব্রিটেন, জার্মানি ও জাপানকে নিয়ে এই জি-৭-এর পঞ্চাশতম অধিবেশন বসছে। এক দিকে পশ্চিমা বিশ্ব, অন্য দিকে চীন-রাশিয়ার অক্ষ। 

কূটনৈতিক শিবিরের মতে, ভারতের কাছে এই পরিস্থিতি একটা বড় সুযোগ জাতীয় স্বার্থকে সামনে রেখে আন্তর্জাতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ অবস্থান নেওয়ার। আগামী মাসেই এসসিও সম্মেলনে যোগ গিতে মোদি কাজ়াখস্তান যাবেন। সেখানে চীন ও রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হবে।

পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেন, ধারাবাহিকভাবে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এটা নরেন্দ্র মোদির প্রথম বিদেশ সফর। জি-৭ সম্মেলনে উপস্থিত বিভিন্ন বিশ্বনেতাদের সঙ্গে ভারত ও গ্লোবাল সাউথের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলার সুযোগ হবে তার। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat