×
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ৪৭ বার পঠিত
ঢাকায় কূটনৈতিক মিশন প্রতিষ্ঠার জন্য উজবেকিস্তানকে অনুরোধ করা হয়েছে। তাসখন্দে আয়োজিত এক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এ অনুরোধ করা হয়। বুধবার (১২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে তৃতীয় দফা ফরেন অফিস কনসালটেশন (এফওসি) তাসখন্দে অনুষ্ঠিত হয়।

বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং উজবেকিস্তানের পররাষ্ট্র বিষয়ক প্রথম উপমন্ত্রী বাখরোমজন আলয়েভ নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন।  

অতিরিক্ত পররাষ্ট্র সচিব শাহ আহমেদ শফি এবং উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলামও বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে এফওসিতে অংশ নেন।
 
বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র আলোচনা করা হয়ে। উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার জন্য উচ্চ পর্যায়ের রাজনৈতিক সফর বিনিময়ে বিশেষভাবে জোর দিয়েছে।

পররাষ্ট্র সচিব উজবেকিস্তানকে ঢাকায় উজবেক কূটনৈতিক মিশন প্রতিষ্ঠা এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের জন্য অনুরোধ করেন। এর মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে শুধু ব্যবসা ও বিনিয়োগের সম্পৃক্ততা জোরদার নয়, সংস্কৃতি, পর্যটন এবং জনগণের ক্ষেত্রে বাস্তব ফলাফল বয়ে আনবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat