×
  • প্রকাশিত : ২০২৪-০৬-১১
  • ৭৩ বার পঠিত
কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এ পরিস্থিতি আরও দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে অস্বস্তি থাকতে পারে তিন দিন।

মঙ্গলবার (১১ জুন) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে কয়েক দিনের গরমে ওষ্ঠাগত প্রাণ-প্রকৃতি। চুয়াডাঙ্গায় সোমবার (১০ জুন) দেশের সর্বোচ্চ ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের বেশ কিছু অঞ্চলেই তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি (তাপপ্রবাহ) সেলসিয়াসের ওপরে।  
 
আবহাওয়া অফিস বলছে, খুলনা বিভাগের ১০ জেলা এবং গোপলগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
  
এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এর পরের ২৪ ঘণ্টা তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ দিন দিন অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat