আজ ও আগামীকাল দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের বিজ্ঞান কমপ্লেক্স ভবনে খুদে বিজ্ঞানীদের মেলা অনুষ্ঠিত হবে।
‘বিজ্ঞান ও প্রযুক্তি : উদ্ভাবনেই সমৃদ্ধি’ স্লোগানে দুই দিনের এই মেলায় অংশ নিচ্ছে প্রায় ৭০০ জন প্রতিযোগী। গতকাল সোমবার আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘এবারের মেলায় সারা দেশ থেকে বৈজ্ঞানিক উদ্ভাবন, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে শিক্ষার্থী ও খুদে বিজ্ঞানীরা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে এবারের মেলা শুরু হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আওতায় জাদুঘর প্রতিবছর তিনটি ধাপে বিজ্ঞানমেলার আয়োজন করে থাকে। প্রথম ধাপে দেশের সব উপজেলায় এই বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়।
এ জাতীয় আরো খবর..