×
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৯
  • ৬১ বার পঠিত
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে স্থগিত ১৯ উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের মতে ভোটার উপস্থিতি আশানুরূপ ছিল না।

রোববার (৯ জুন) ভোট শেষে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।

ভোটার উপস্থিতি বিষয়ে সিইসি বলেন, রাজনৈতিকভাবে সব দলের অংশগ্রহণ না থাকায় এবারের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হতে পারে। ভোটার উপস্থিতি প্রার্থীর ওপরও অনেকটাই নির্ভর করে। ভোটার উপস্থিতি ৬০-৭০ শতাংশ হলে আমরা খুশি হতাম। আশা করি ভবিষ্যতে ভোটার বাড়বে।
 
এ সময় সিইসি জানান, আজ ভোটের হার ছিল ৪৩ শতাংশ। ব্রিফিংয়ে উপজেলা নির্বাচন প্রায় শেষ উল্লেখ করে নির্বাচনকে শান্তিপূর্ণ বলে দাবি করেন সিইসি।
 
তিনি বলেন, ৪৯৫ এর মধ্যে ৪৬৯ উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। বাকিগুলো আদালতের নির্দেশে স্থগিত। তবে উপজেলা নির্বাচন মোটামুটি সম্পন্ন বলা যায়। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ভালো ছিল। রাজনৈতিক প্রতীক না থাকায় নির্বাচন ব্যক্তিভিত্তিক হয়েছে।
 
এ সময় রোববারের নির্বাচনে ৬ জন গ্রেফতার হয়েছে বলে জানান সিইসি।  
 
ইসি সূত্র জানায়, স্থগিত ১৯ উপজেলায় ৩৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১৯, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন রয়েছেন। ১৯ উপজেলায় ভোটকেন্দ্র ছিল ১ হাজার ১৮১টি। আর ভোটার ছিল ৩০ লাখ ৪৬ হাজার ৮৮ জন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat