জাতীয় পতাকা হাতে স্কাইডাইভ (প্যারাসুট নিয়ে আকাশ থেকে লাফ) দিয়ে দুটি বিশ্বরেকর্ড ভেঙেছেন বাংলাদেশের আশিক চৌধুরী। এই রেকর্ড গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে অন্তর্ভুক্ত করতে শিগগিরই আবেদন করবেন বলে জানিয়েছেন তিনি।
আজ রবিবার (৯ জুন) সকাল পৌনে ১১টায় গুলশানে ইউসিবির প্রধান কার্যালয়ের অডিটেরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।
আশিক চৌধুরী বলেন, ‘‘এই স্কাইডাইভের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ‘লংগেস্ট আউটডোর ফ্ল্যাট ফ্রিফল’ ও ‘গ্রেটেস্ট ডিসটেনস ফ্রিফল উইথ আ ব্যানার বা ফ্ল্যাগ’ এই দুই শাখায় পূর্বের রেকর্ড ভাঙতে সক্ষম হয়েছি।
ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশনের পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। সংস্থাটি থেকে ইতিমধ্যে সার্টিফিকেটও দেওয়া হয়েছে। এই পরিসংখ্যান গিনেস রেকর্ডে অন্তর্ভুক্ত করতে শিঘ্রই আবেদন করব।’’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৪১ হাজার ৭৯৫ ফুট উচ্চতা থেকে স্কাইডাইভ দিয়ে ‘লংগেস্ট আউটডোর ফ্ল্যাট ফ্রিফল’ রেকর্ড ভেঙেছেন আশিক।
এরপর ৩৭ হাজার ২৯৭ ফুট উচ্চতায় নেমে আসার পর বাংলাদেশের জাতীয় পতাকা মেলে ধরেন এবং পতাকা নিয়েই তিনি ভূপৃষ্ঠে অবতরণ করেন। এই সাহসী পদক্ষেপের মাধ্যমে তিনি ‘গ্রেটেস্ট ডিসটেনস ফ্রিফল উইথ আ ব্যানার বা ফ্ল্যাগ’ এর পূর্বের রেকর্ডও ভেঙেছেন। পতাকা হাতে এত উচ্চতা থেকে এর আগে কেউ স্কাইডাইভ করেনি।
জানা যায়, গত ২৫ মে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাটি থেকে আশিক চৌধুরী এই স্কাইডাইভ পরিচালনা করেন।
ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশনের একজন পরিদর্শকের তদারকিতে এই স্কাইডাইভ সম্পন্ন হয়েছে।
এ জাতীয় আরো খবর..