×
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৯
  • ৬৬ বার পঠিত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ আরও অন্তত ৭ মাস চলবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি এমন ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

জাচি হানেগবি বলেন, ‘আমার মনে হয়, গাজা উপত্যকায় যুদ্ধ অন্তত চলতি ২০২৪ সালজুড়ে চলবে।’

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম ‘‘কান’’কে হানেগবি আরও বলেন, ‘ইসরায়েলি সামরিক বাহিনী গাজা ও মিশরের মধ্যে থাকা বাফার জোন ফিলাডেলফি করিডোরের ৭৫ শতাংশ নিয়ন্ত্রণে নিয়েছে।’

ফিলাডেলফি করিডোর অবরুদ্ধ গাজা উপত্যকা ও মিশরের মধ্যকার নিরপেক্ষ অঞ্চল হিসেবে পরিচিত। ১৯৭৯ সালে সম্পাদিত মিশর-ইসরায়েল ক্যাম্প ডেভিড শান্তি চুক্তিতে নিরপেক্ষ অঞ্চল হিসেবে এটিকে সংরক্ষণ করার অনুমোদন করা হয়েছে।

ইসরায়েলি বাহিনী এখন মিশর সীমান্তবর্তী গাজার রাফাহ শহরে বড় সৈন্য সমাবেশ করেছে। চলছে অভিযান। ঘটছে হতাহতের ঘটনা। অভিযান শুরুর প্রায় তিন সপ্তাহ পর গাজার দক্ষিণের শহর রাফার কেন্দ্রস্থলের দখল নিয়েছে আইডিএফ। গত রোববার  ‘নিরাপদ জোন’ ঘোষিত তেল আল-সুলতান আশ্রয়শিবিরে  হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ৪৫ জন নিরীহ ফিলিস্থিনি নিহত হয়। এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এসব হামলায় হাসপাতাল, স্কুল, আশ্রয়শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৮১ হাজারের বেশি। এ ছাড়া নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে ২০ লাখের বেশি মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat