×
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৯
  • ৭০ বার পঠিত
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, একটি গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তারাই জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে দিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে ডকুমেন্টারি করিয়েছে।

বুধবার (২৯ মে) দুপুরে তথ্যভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ওই গোষ্ঠীটি আগেও ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এবার টার্গেট করে সেনাবাহিনীর সুনাম খুন্ন করতে আন্তর্জাতিক গণমাধ্যমকে ব্যবহার করেছে।

সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী জানিয়ে তিনি বলেন, যারা গঠনমূলক সমালোচনা করবে, তাদের পুরস্কৃত করা হবে। যার উদাহারণ প্রেস কাউন্সিলের এই পদক প্রদান। তবে যারা গণমাধ্যমের স্বাধীনতাকে পুঁজি করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৬ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মাননা এবং পদক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat