ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে। বোমা হামলার পর আগুনে আশ্রয়শিবিরের তাঁবুগুলো পুড়ে গেছে। সেই সাথে তাঁবুর ভেতরে থাকা নারী ও শিশু আগুনে পুড়ে মারা গেছেন। মঙ্গলবার (২৮ মে) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, এ হামলায় আহত হয়েছে ২৪৯ জন। এদিকে, ইসরায়েলি বাহিনী পশ্চিম রাফাহতে ব্যাপক অভিযান চালিয়ে যাওয়ার কারণে ওই এলাকার ইন্দোনেশিয়ান হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় হাসপাতালের উপরের তলা ক্ষতিগ্রস্ত হয়। ফলে বোমা হামলার কারণে আহতদের কাছে পৌঁছাতেও সমস্যা হচ্ছে অ্যাম্বুলেন্সগুলোর।
ইন্দোনেশিয়ান হাসপাতালটি রাফাহতে আক্রমণের শিকার হওয়ার পর ক্ষতিগ্রস্থ হলো সর্বশেষ চিকিৎসা সুবিধা ব্যবস্থা। এর আগে, হাসপাতাল বিল্ডিংয়ের গেটের ঠিক বাইরে ইসরায়েলি হামলায় দুই মেডিকেল কর্মী নিহত এবং আরও অনেক আহত হওয়ার পরে কুয়েতি হাসপাতাল বন্ধ করতে বাধ্য হয়েছে।
এ জাতীয় আরো খবর..