×
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৬
  • ৯৩ বার পঠিত
প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া বলেই ধরে নেওয়া হয়েছিল ম্যাচটি কঠিন হবে। কিন্তু না, বাংলাদেশের কাছে পাত্তাই পেল না গত দুই বিশ্বকাপে সেমিফাইনালে খেলা দলটি। দাপুটে নৈপুণ্য দেখিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে দুর্দান্ত শুরু পেয়েছে আরদুজ্জামান-মিজানুররা। ম্যাচজুড়েই দাপট দেখিয়ে পাঁচটি লোনাসহ বর্তমান চ্যাম্পিয়নরা ম্যাচ জিতে নিয়েছে ৬৭-২২ পয়েন্টে।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ শুরুটা দারুণ করে লাল-সবুজের দল। শুরুতে সমান তালে ম্যাচ গড়ালেও সময় বাড়লে নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। কোরিয়া যেটুকু আশা জাগিয়েছিল পরে তা আর এগিয়ে নিতে পারেনি। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে থাকে ২৪-১১ পয়েন্টে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের সামনে অসহায় হয়ে পড়ে কোরিয়া। বাংলাদেশের রেইডার মিজানুর রহমান একাই দলের পক্ষে ২১ পয়েন্ট এনে জয়ের পথ সহজ করে ফেলেন। ম্যাচসেরাও হয়েছেন তিনি। পরের ম্যাচেই এই ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী মিজানুর,'এই ধারাবাহিকতা ধরে রেখে আমরা পুরো টুর্নামেন্টে খেলতে চাই।

আমরা শিরোপা জিততে চাই।’
পরিকল্পনা অনুযায়ী খেলাতেই এমন জয় এসেছে জানিয়েছেন বাংলাদেশ কোচ আব্দুল জলিল,'ছেলেদের যেভাবে পরিকল্পনা দেয়া হয়েছিল সেটা তারা ম্যাটে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। পরের ম্যাচেও আশাকরি ছেলেরা প্রত্যাশিত জয় ছিনিয়ে আনবে।' ‘এ’ গ্রুপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া।

বাংলাদেশ-কোরিয়া ম্যাচের আগে জমকালো আয়োজনে টুর্নামেন্টের পর্দা উঠে।

ক্রীড়ামন্ত্রী নাজমুল হোসেন পাপন উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এছাড়া কাবাডি ফেডারেশনের সভাপতি ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat