৭০০ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল আল হাসান নতুন এক রেকর্ড গড়েছেন। ১৪ হাজার রান এবং ৭০০ উইকেটে নিয়ে এমন এক রেকর্ড গড়েছেন, যা বিশ্ব ক্রিকেটেই অলরাউন্ডারদের মধ্যে বিরল।
হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে একটি উইকেট নিয়েই বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন তিনি। ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারে সাকিবের অর্জনের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক।
তার এমন অর্জনের দিনে রেকর্ড গড়ে ১০ উইকেটে ম্যাচটি জিতে নেয় টাইগাররা।
ম্যাচে নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে যুক্তরাষ্ট্রের দলীয় ৪৬ রানের মাথায় ওপেনার আন্দ্রিস গুসকে সাজঘরে ফেরান অলরাউন্ডার সাকিব আল হাসান। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ৭০০ উইকেটের মালিক হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের এখন ৭০০ উইকেট।
করেছেন ১৪ হাজারের বেশি রান। সব মিলিয়ে সবাইকে পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান এবং ৭০০ উইকেটের ডাবল রেকর্ডের মালিক শধু সাকিব।
এ জাতীয় আরো খবর..