মো. খাইরুল ইসলাম কটিয়াদী (কিশোরগঞ্জ) : অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িটি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর নির্দেশে গত সোম ও গতকাল মঙ্গলবার সংস্কারের কাজ করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর। গত বছরের (২৯ ডিসেম্বর) কিশোরগঞ্জের কটিয়াদীতে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িটি পরিদর্শনে এসে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি শিশু সাহিত্যিক ও জমিদার সুকুমার রায়ের পরিত্যক্ত বাড়ি (অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি) ও জালালপুর ইউনিয়নে বৃটিশ বেনিয়াদের অত্যাচারের স্বাক্ষী নীল কুঠির স্থাপনা রক্ষার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী প্রত্নতাত্ত্বিক রসায়নবিদ আবুল হোসেন, উপ সহকারী প্রকৌশলী মো. জাকারিয়া, ল্যাবরটরি টেকনিক্যাল সহকারী সুলতান মাহমুদ ও ল্যাবরটরি সহকারী মো. বেলায়ত হোসেন একদল শ্রমিক নিয়ে সোমবার সকাল থেকেই সংস্কারের কাজ শুরু করেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী প্রত্নতাত্ত্বিক রসায়নবিদ আবুল হোসেন জানান, মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রীর নির্দেশে ঐতিহাসিক এ বাড়িটির সংস্কারের কাজ শুরু করেছি। সংস্কারের প্রথম পর্যায়ে ভবনের উপর, ভবনটির উত্তর ও পূর্ব পাশে থাকা গাছপালা এবং জঙ্গল পরিস্কার করে রাসায়ানিক দ্রব্য ব্যবহার করছি। যাতে করে এখানে আর কোন নতুন গাছ না জন্মায়।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. জাকারিয়া জানান, পরিত্যক্ত এ ভবনটি প্রাথমিক ভাবে পরিস্কার করে সংস্কারের জন্য একটি প্রাক্কলন তৈরি করেছি। আমাদের প্রস্তাবনাটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে দাখিল করার পর অনুমোদন ও অর্থ বরাদ্ব হলেই বাড়িটির বর্তমান ডিজাইন ঠিক রেখে সংস্কার করা হবে।
এ জাতীয় আরো খবর..