রাজস্থান রয়্যালসকে ৩৬ রানে হারিয়ে আইপিএলের ফাইনালে উঠে গেছে সানরাইজার্স হায়দরাবাদ। আগামী রবিবার চেন্নাইয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে প্যাট কামিন্সদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।
প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করে রাখে তারা। আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে শুক্রবার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে ১৭৫ রান সংগ্রহ করে হায়দরাবাদ।
জবাবে ব্যাটিংয়ে নেমে ১৩৯ রানে গুটিয়ে যায় রাজস্থান রয়্যালস। হায়দরাবাদের জয়ে বড় অবদান রাখেন শাহবাজ আহমেদ। ১৮ রান করার পাশাপাশি বাহাতি স্পিনে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। হয়েছেন ম্যাচ সেরাও।
এ ছাড়া আভিশেক শর্মাও নেন ২৪ রানে ২ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ধ্রুভ জুরেল ও ইয়াশাসবি জয়সওয়াল ছাড়া কেউ রান করতে পারেনি। ম্যাচ হেরে যায় ৩৬ রানের ব্যবধানে।
সংক্ষিপ্ত স্কোর
সানরাইজার্স হায়দরাবাদ: ২০ ওভারে ১৭৫/৯ (ক্লাসেন ৫০ রান, হেড ৩৪ রান, রাহুল ত্রিপাঠি ৩৭ রান, বোল্ট ৪৫ রানে ৩উইকেট, সান্দিপ শর্মা ২৫ রানে ২ উইকেট, আভেশ ২৭রানে ৩ উইকেট) রাজস্থান রয়্যালস: ২০ ওভারে ১৩৯/৭ (জয়সওয়াল ৪২ রান, জুরেল ৫৬* রান, কামিন্স ৪-০-৩০-১, শাহবাজ ২৩ রানে ৩ উইকেট আভিশেক শর্মা ২৪ রানে ২ উইকেট)
এ জাতীয় আরো খবর..