তাঁকে নিয়ে শঙ্কার মেঘ ছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আহেলিয়া চুয়ামেনিকে পাবে না রিয়াল মাদ্রিদ। পায়ের চোটে ছিটকে গেছেন তিনি।
ফাইনালের আগে ইউরোপের সবচেয়ে সফল দলটির জন্য বড় ধাক্কা তাঁর চোট।
গতকাল বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও খেলেননি চুয়ামেনি। পরে এই ফরাসি মিডফিল্ডারকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। আনচেলত্তি বলেন, 'সে নিজে নিজে কাজ করছে (সেরা উঠতে)।
তবে ফাইনালের (চ্যাম্পিয়ন্স লিগ) আগে সে সেরে উঠবে না। ফাইনালে আমরা তাকে পাচ্ছি না।'
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে গত ৯ মে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পায়ে চোট পান চুয়ামেনি। ম্যাচের ৭০তম মিনিটের সময় তাঁকে তুলেও নেওয়া হয়েছিল।
সেদিন শুরুর একাদশে ছিলেন ২৪ বছর বয়সী মিডফিল্ডার।
এ জাতীয় আরো খবর..