×
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৯
  • ৮২ বার পঠিত
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে জনগণ যদি ভোট দিতে না যায় তাহলে ভোটগুলো কোথা থেকে আসে। নির্বাচন কমিশন বলেছে, ৩০ থেকে ৪০ শতাংশ ভোটার ভোট দিতে এসেছে। বিএনপির কথা ঠিক না। বাস্তবতা হলো, ৪২ শতাংশের বেশি মানুষ জাতীয় নির্বাচনেও ভোট দিয়েছে। ৪২ শতাংশ ভোটার ভোট দিলে কীভাবে ভোটাররা ভোট প্রত্যাখ্যান করল? আসলে বিএনপি ও এই দলের নেতারা মানসিকভাবে উন্মাদ।

রোববার (১৯ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা মেট্রোরেলের ব্র্যান্ডিং সেমিনার শেষে উপস্থিত সাংবাদিকরা উপজেলা নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সর্বনিম্ন ভোট দাবি করার বিষয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য জানতে চান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আসলে বিএনপি ও এই দলের নেতারা মানসিক উন্মাদ। তারা যা খুশি তাই বলেন। তাদের কথার কোনো বাস্তবতা নেই। তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থান করছেন। আন্দোলনে ব্যর্থতা, নির্বাচন বয়কট করা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে এখন প্রলাপ বকছে। আসলে তারা মানসিকভাবে উম্মাদ। এ কারণেই তারা আবোল-তাবল বলছে।

বিএনপি তাদের শরীকদের সঙ্গে বৈঠক করছে এবং তারা আবারও ভালোভাবেই আন্দোলনে নামবে, আন্দোলন মোকাবিলায় সরকারের প্রস্তুতি কী হবে- এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলন করবে। আন্দোলন করার অধিকার তাদের আছে। আন্দোলন শান্তিপূর্ণ হলে আমরা মেনে নেব। আর যদি আন্দোলন সহিংসতাপূর্ণ, আগুনসন্ত্রাস করে, সন্ত্রাসের যে চেহারা তারা অতীতে দেখিয়েছে, আন্দোলন বলতে যদি সহিংসতা বোঝায়, তাহলে তা রাজনৈতিকভাবে মোকাবিলায় সরকার প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat