×
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৪
  • ৮১ বার পঠিত
দেশের সার্বিক মূল্যস্ফীতি কমলেও, খাদ্য মূল্যস্ফীতি বেড়েই চলেছে। এপ্রিলে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশ ছাড়িয়ে গেছে।

সোমবার (১৩ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।
 
বছরের শুরুতে হঠাৎ বেড়ে যাওয়া খাদ্য মূল্যস্ফীতি প্রায় প্রতিমাসে বেড়েই চলেছে দেশে। এপ্রিলে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ২২ শতাংশ। মার্চে যা ছিল ৯ দশমিক ৮৭  শতাংশ।
 
এদিকে মার্চে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৬৪ শতাংশ থাকলেও, এপ্রিলে সেটি কমে ৯ দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে।
 
তবে বিবিএসের সর্বশেষ তথ্যানুযায়ী, এপ্রিলে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৭৪ শতাংশ হয়েছে, গত মার্চে যা ছিল ৯ দশমিক ৮১  শতাংশ।
  
এছাড়া এপ্রিলে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯২ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১০ দশমিক ২৫ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৬০ শতাংশ।

আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৪৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৬ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১০ দশমিক ১৯ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ০১ শতাংশ।
 
উচ্চ মূল্যস্ফীতি এখন অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতি কমাতে দেশে নীতি সুদহার বাড়ানোসহ বিভিন্ন ধরনের কার্যকরী সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat