×
  • প্রকাশিত : ২০২৪-০৫-১২
  • ৬৪ বার পঠিত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির স্বপ্ন পূরণের জন্য আমেরিকা আর আসবে না। কেউই আসবে না। লন্ডন থেকে ডাক দিয়ে কোনো লাভ হবে না। গতকাল শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এই শান্তি সমাবেশের আয়োজন করে।
আওয়ামী লীগের সাধারণ সম্কাদক বলেন, ‘মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসার খবরে বিএনপি নেতারা আবার চাঙ্গা হয়ে উঠেছেন। তাঁরা আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে গেছেন। আরে বেকুবের দল, লু আসছে শেখ হাসিনার সরকারের সঙ্গে সম্কর্ক আরো এগিয়ে নিতে।

আওয়ামী লীগের ভারত নির্ভরশীলতার অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ভারত আমাদের বন্ধু, কারো দাসত্ব করি না। আমাদের শক্তির উৎস দেশের মানুষ, জনগণ। ভারতের কাছে আমরা ক্ষমতা চাই না, বন্ধুত্ব চাই। কারণ এটা আমাদের স্বার্থেই দরকার।

ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের সঙ্গে ২১ বছর শত্রুতা করে আমাদের লাভ হয়নি। বিএনপি শত্রুতা করে সংশয় ও অবিশ্বাস সৃষ্টি করেছিল। সে কারণে সম্কর্কের উন্নতি হয়নি। শেখ হাসিনা সে অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছেন।

গত শুক্রবার বিএনপির সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির গয়েশ্বর চন্দ্র এক পশলা মিথ্যাচার করে গেলেন।

গয়েশ্বর বাবু কোথায় ছিলেন এত দিন? কোথা থেকে এলেন? কোথায় পালিয়ে ছিলেন? ভারতে পালিয়ে ছিলেন। মাথায় উঠেছে গান্ধী টুপি। এখন ভণ্ডামি শুরু করেছেন।’ 
বিগত জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ সাধারণ সম্কাদক বলেন, ‘৪২ শতাংশ লোক আমাদের ভোট দিয়েছে। শেখ হাসিনার উন্নয়ন, অর্জনকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের ৪২ শতাংশ ভোটার। এই নির্বাচনে কোনো প্রাণহানি ঘটেনি। উপজেলা নির্বাচন জনগণ নাকি প্রত্যাখ্যান করেছে। তাহলে ৩৬ থেকে ৪০ শতাংশ লোক ভোট দিল, তারা কারা? তারা এই দেশের জনগণ। তার উন্নয়নে, অর্জনে মুগ্ধ।’

সমাবেশে বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘তাদের নেতারা একের পর এক তারিখ দিয়ে সরকার পতন করে যাচ্ছে। কিন্তু জনগণ তাদের আন্দোলনে সাড়া দিচ্ছে না। বরং আওয়ামী লীগ সরকারকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলার জনগণ গত ৭ জানুয়ারি আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনে তা আবারও প্রমাণ করেছে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আব্দুর রহমান বলেন, ‘রাজনীতিতে ব্যর্থ হয়ে বিএনপি নানা অজুহাত নিয়ে সামনে আসছে। তাদের কথায় ভারতের পণ্য বর্জন করতে হবে। যে ভারত আমাদের যুদ্ধের সময় সহযোগিতা করেছে ও আশ্রয় দিয়েছিল। তারা ভারত বর্জন করে পাকিস্তানকে কাছে টানতে চায়। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্কাদক মির্জা আজম বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চান। আমরা যারা সেই উন্নয়ন-সমৃদ্ধি দেখতে চাই, তাদের সমর্থন দিয়ে শক্তিশালী করে গড়ে তুলতে হবে।’

বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্কাদক বি এম মোজাম্মেল হক ও আফজাল হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্কাদক এস এম মান্নান কচি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat