ইংলিশ প্রিমিয়ার লিগে এখন রাজত্ব চলছে ম্যানচেস্টার সিটির। গত তিন মৌসুমেই শিরোপা উত্সব করেছে সিটিজেনরা। এ মৌসুমেও ট্রফি জয়ে বেশ সুবিধেজনক অবস্থানে পেপ গার্দিওলার দল। নিজেদের বাকী দুই ম্যাচ জিতলেই টানা চতুর্থবার প্রিমিয়ার লিগ ঘরে তুলবে ম্যানচেস্টারের নীল জার্সিধারীরা।
আর্সেনালকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এখন শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ফুলহামকে গোলের মালা পরিয়ে গানারদের টপকে যায় পেপ গার্দিওলার দল। ক্রাভেন কটেজ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ফিরেছে সিটিজেনরা।
এ জয়ের পর লিগের দুই রাউন্ডের খেলা বাকি থাকতে ম্যানচেস্টার সিটির অর্জন ৮৫ পয়েন্ট।
সমান ম্যাচ খেলে আর্সেনাল আছে তাদের দুই পয়েন্ট পেছনে। অর্থাত্ ভাগ্য পুরোপুরি এখন ম্যানসিটির নিজেদের হাতে! শেষ দুই ম্যাচ জিতলেই শিরোপা এবারও থেকে যাবে ইত্তিহাদে। আগামীকাল ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে যাবে আর্সেনাল। ওই ম্যাচে গানাররা জিততে না পারলে মঙ্গলবার টটেনহামকে হারালেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে ম্যানসিটি।
অন্যথায় অপেক্ষা করতে হবে আগামী ১৯ মে ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচ পর্যন্ত।
ফুলহামের মাঠে শুরুটা প্রত্যাশিত হয়েছিল ম্যানচেস্টার সিটির। খেলার সতেরমিনিটে জোসকো ভারডিওলের গোলে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেছেন ফিল ফোডেন। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ফোডেনের এটা ২৫ তম গোল।
খানিকটা পরে ভারডিওল ম্যাচে নিজের দ্বিতীয় গোল করলে তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায় সিটির। এরপর যোগ করার সময়ে ফুলহামের বুকে শেষ পেরেক ঠুকেছেন জুলিয়ান আলভারেজ। ৯৭ মিনিটে পেনাল্টি থেকে বল জালে জড়িয়েছেন তিনি। মিনিটে দুয়েক আগে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ফাউল করে লালকার্ড দেখে মাঠ ছাড়েন ফুলহামের ইসা দিওপ।ইএসপিএন
এ জাতীয় আরো খবর..