×
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৯
  • ৫৭ বার পঠিত
বাংলাদেশের রাষ্ট্রপতি এবং সকল বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) প্রতিনিধিদলের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন। 

আজ বৃহস্পতিবার (৯ মে) বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেনের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল বঙ্গবভনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি প্রদানের অনুমোদন, অলাভজনক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে করের আওতামুক্তকরণ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ন্যায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অন্তর্ভুক্তকরণ বিষয়ে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতার অনুরোধ জানান।

বিশ্ববিদ্যালয়সমূহের সর্বোচ্চ অভিভাবক আচার্য চলমান সমস্যা ও আগামীর সম্ভাবনার বিভিন্ন দিক গুরুত্ব দিয়ে শোনেন এবং সম্ভাব্য সকল ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন এপিইউবির সেক্রেটারি জেনারেল ড. কাজী আনিস আহমেদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদিন, ট্রেজারার কে বি এম মঈন উদ্দিন চিশতি, সদস্য অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ, সদস্য কার্যনির্বাহী পরিষদ আবদুল হাই সরকার এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তামারা আবেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat