×
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৯
  • ৪০ বার পঠিত
বাইডেন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের যে হুমকি দিয়েছেন তা খুবই হতাশাজনক বলে জানিয়েছে জাতিসংঘের ইসরায়েলের রাষ্ট্রদূত। তিনি বলেন, গাজার জনাকীর্ণ শহর রাফাহ আক্রমণ করলে ইসরায়েলকে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করার মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের হুমকি ‘খুবই হতাশাজনক’। খবর এএফপির

বাইডেনের  হুমকির পর ইসরায়েলের প্রথম প্রতিক্রিয়ায় গিলাদ এরদান ইসরায়েলী সরকারি সম্প্রচারকেন্দ্র কান রেডিওকে বলেছেন, ‘এটি এমন একজন প্রেসিডেন্টের কাছ থেকে শোনা কঠিন ও হতাশাজনক বক্তব্য যার কাছে আমরা যুদ্ধের শুরু থেকে কৃতজ্ঞ ছিলাম।’

এরদান আরো বলেছেন, ‘বাইডেনের মন্তব্যে ইসরায়েলের শত্রু ইরান, হামাস এবং হিজবুল্লাহ তাদের সফল হওয়ার আশা দেখবে।

’ তিনি বলেন, “যদি ইসরায়েলকে রাফাহর মতো গুরুত্বপূর্ণ শহরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়, তাহলে আমরা আমাদের লক্ষ্যগুলো কীভাবে অর্জন করতে পারব? সেখানে হাজার হাজার সন্ত্রাসী, জিম্মি এবং হামাসের নেতারা রয়েছে।”
তিনি বলেন, “শেষ পর্যন্ত ইসরায়েল রাষ্ট্র তার নাগরিকদের নিরাপত্তার জন্য যা করা প্রয়োজন মনে করে, তা করবে।”

এদিকে এএফপি সাংবাদিকরা বৃহস্পতিবার ভোরে রাফাহতে ভারী গোলাবর্ষণের খবর দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী পরে বলেছে, তারা গাজা উপত্যকার কেন্দ্রে আরো উত্তরে ‘হামাসের অবস্থানে’ আঘাত হেনেছে।

গতকাল মঙ্গলবার ইসরায়েলি বাহিনী মিসরে রাফাহ সীমান্ত ক্রসিং দখল করে নিয়েছে। যেটি অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশর প্রধান পথ।’
সূত্র: এএফপি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat