×
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৯
  • ৮৩ বার পঠিত
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ, ঘরের মাঠে হারতে চলেছে রিয়াল মাদ্রিদ। ১-০-তে পিছিয়ে তারা, ঘড়ির কাঁটা টিকটিক করে শেষের পথে, ৮৮ মিনিটে। ঠিক সেই সময়ে দলকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে তোলার মতো মহামূল্যবান একটি গোল এনে দিলেন হসেলু। এর কিছুক্ষণ আগেই মাত্র বদলি নেমেছিলেন।

স্বপ্নটা সেখানেই শেষ হলে হতো। কিন্তু ৯১তম মিনিটে সেই হসেলুর পায়েই আবার গোল। যে গোলে জয়ের ঠিকানা লেখা, ঠিকানা লেখা ওয়েম্বলির।
ম্যাচ শেষে ৩৪ বছর বয়সী এই স্প্যানিশ স্ট্রাইকারকে তাই বলতেই হলো, ‘মধুরতম স্বপ্নেও এমন কিছু কখনো দেখিনি।

’ তা হবেই না কেন। রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠা। কিন্তু সিনিয়র দলে সেভাবে সুযোগ না পেয়ে পাড়ি জমাতে হয় জার্মানিতে। বয়সের সেরা সময়টায় বুন্দেসলিগার নিচের দিকের দল, প্রিমিয়ার লিগের স্টোক সিটি, নিউক্যাসল কয়েক বছর হলো ফিরেছেন স্পেনে।

এ বছর রিয়ালে আসা তো তাঁর দ্বিতীয় বিভাগের এসপানিওল থেকে ধীরে। ডুবন্ত মুহূর্তে সেই হসেলুকেও আঁকড়ে ধরেছিলেন কার্লো আনচেলত্তি। শেষ পর্যন্ত তিনিই তীরে ভেড়ালেন রিয়ালের তরি।
হসেলুর জীবনে এ এক অনন্য কয়েক মিনিট। ‘রিয়াল আমার প্রেম সেই শৈশব থেকে।

এই ব্যাজের সঙ্গে আবেগ মিশে আছে। আজ আমি নায়ক কি না জানি না, তবে যা হলো অবিশ্বাস্য।’ এএফপি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat