×
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৯
  • ৮০ বার পঠিত
৩০ বছরেরও বেশি সময় কোচিং ক্যারিয়ার কার্লো আনচেলোত্তির। রিয়াল মাদ্রিদ, এসি মিলান, বায়ার্ন মিউনিখ, পিএসজি, জুভেন্টাস, চেলসির মতো দলের ডাগআউট সামলেছেন এই ইতালিয়ান। একমাত্র কোচ হিসেবে জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এমন সাফল্যমন্ডিত কোচের ক্যারিয়ারে সেরা স্কোয়াড এবারের রিয়াল মাদ্রিদ দল।

যারা দুর্দান্ত ফুটবলে পৌঁছে গেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে।
সেমিফাইনালের ফিরতি লেগে হোসেলুর জোড়া গোলে বায়ার্নকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। লস ব্লাংকোদের জয় দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে। রিয়ালকে ফাইনালে তুলে শিষ্যদের নিয়ে ঢালাও প্রশংসা করেছেন আনচেলোত্তি।

বলেছেন তার ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের এই স্কোয়াডই সেরা 'অবিশ্বাস্য। খেলোয়াড়দের কাছে আমি কৃতজ্ঞ। কঠোর পরিশ্রম করেছে তারা। আমি মনে করি, আমার ক্যারিয়ারে যতগুলো স্কোয়াড নিয়ে কাজ করেছি তার মধ্যে এটাই সেরা।

বদলি নেমে জোড়া গোল করে রিয়ালকে ফাইনালে নেওয়ার নায়ক হোসেলু। এই স্প্যানিশ ফুটবলারকে প্রশংসায় ভাসিয়েন আনচেলোত্তি,'আমাদের বিশ্বাস ছিল। হোসেলু দারুণ খেলেছে।  সে খুবই ভালো একজন স্ট্রাইকার। আমরা খুব ভালো খেলেছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণ-শক্তি ধরে রেখেছি।

কামব্যাক যেন রিয়ালের রক্তে মিশে গেছে।  আরেকটি কামব্যাকের গল্প লিখে আনচেলোত্তি বলেছেন,'যখন বায়ার্ন এক গোলে এগিয়ে গেল তখনো আমাদের বিশ্বাস ছিল আমরা ফিরতে পারব। বার্নাব্যুতে আমাদের সমর্থকদের সামনে এটা কিছুটা সাধারণ ব্যাপার। আমরা এমন কিছু করতে চাই যেটা অপ্রত্যাশিত।'

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat