বরুশিয়া ডর্টমুন্ডের মৌসুমের শুরুটা মোটেও ভাল কাটেনি। বায়ের লেভারকুসেন, বায়ার্ন মিউনিখের সঙ্গে বুন্দেসলিগায় পাল্লা দিতে পারেনি। ঘরোয়া ফুটবলে ধুকলেও এডিন টারজিকের দল বাজিমাত করেছে চ্যাম্পিয়নস লিগের মঞ্চে। সেমিফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে পিএসজিকে বিদায় করে পৌঁছে গেছে ফাইনালে।
তবে এমন কিছু প্রত্যাশিত ছিল না বলছেন ফিরতি লেগে গোল করা ম্যাট হামেলস। কেউই ভাবেনি মৌসুমের শেষ পথে এসে তারা এমনটা করে দেখাবে বলছেন তিনি।
ঘরের মাঠে প্রথম লেগে নিকালাস ফুলক্রুগের গোলে এগিয়ে ছিল বরুশিয়া ডর্টমুন্ড। ফিরতি লেগে প্যারিসের মাঠে জমাট রক্ষণের সঙ্গে আক্রমণেও বাজিমাত করেছে দলটি।
দ্বিতীয়ার্ধে ম্যাট হামেলসের গোল দলটিকে নিয়ে গেছে তৃতীয়বারের মতো ফাইনালে। ১৯৯৭ সালের পর আরও একবার ইউরোপ সেরার স্বপ্নে বিভোর দলটি। হামেলস যেমন বলছিলেন,'গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ থেকেই আমরা বিশ্বাস করেছিলাম যে আমরা পারব। কেনো আমরা ওয়েম্বলিতেও জিততে পারব।
ডিফেন্ডার হয়েও চ্যাম্পিয়নস লিগের মঞ্চে হামেলসের এটি পঞ্চম গোল। গুরুত্বপূর্ণ সময়ে গোল করতে পেরে ভীষণ খুশি ৩৫ বছর বয়সী এই জার্মান ফুটবলার,'চ্যাম্পিয়নস লিগে খুব বেশি গোল করতে পারিনি। মাত্র পাঁচটি। গোলের সংখ্যা বাড়ানোর এটা ভালো সময়।'
ডর্টমুন্ড যখন সবশেষ ২০১৩ ফাইনাল খেলেছিল সেই দলের সদস্য ছিলেন হামেলস।
বায়ার্ন মিউনিখের কাছে হেরে সেবার হৃদয় ভেঙেছিল তাদের। হামেলস বলছিলেন,'বরুশিয়া ডর্টমুন্ড আরও একবার ফাইনালে। কেউই এমনটা আশা করেনি। এটা অবিশ্বাস্য।'
এ জাতীয় আরো খবর..