ইসরায়েলে কাতারভিত্তিক গণমাধ্যমে আলজাজিরার সম্প্রচার বন্ধে একমত হয়েছেন দেশটির মন্ত্রিসভার সদস্যরা। দেশটির সংবাদপত্র হারেৎজের খবরে বলা হয়েছে, আলজাজিরা বন্ধের পক্ষে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে ইসরায়েলি সরকার।
গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা দেশটিতে আলজাজিরার কার্যক্রম বন্ধ করার জন্য সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, সিদ্ধান্তটি কখন কার্যকর হতে পারে তা নির্ধারণ করা হয়নি।
গাজার বিরুদ্ধে যুদ্ধের সময় জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত বিদেশি সম্প্রচারকদের ইসরায়েলে সাময়িকভাবে বন্ধ করার অনুমতি দিয়ে ইসরায়েলের সংসদ একটি আইন পাস করার পর মন্ত্রিসভায় এই ভোট অনুষ্ঠিত হয়।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলজাজিরাকে উসকানিমূলক গণমাধ্যম বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ইসরায়েলে উসকানিমূলক চ্যানেল আলজাজিরা বন্ধ করে দেওয়া হবে।
এ জাতীয় আরো খবর..