বর্তমানে দেশের এক কোটি ৭০ লাখ বিবাহিত নারী অপুষ্টিতে জনিত দ্বৈত সমস্যায় ভুগছেন। যা মোট বিবাহিত নারীর ৪৪ দমশিক ৭৩ শতাংশ। যাদের বড় একটি অংশের উচ্চতার তুলনায় ওজন বেশি। অন্য অংশের উচ্চতার তুলনায় ওজন কম।
গবেষণায় দেখা যায়, গত দশ বছরে উচ্চতার তুলনায় ওজন কম বিবাহিত নারীর সংখ্যা কমলেও উচ্চতার তুলনায় ওজন বেশি বিবাহিত নারির সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। এসব নারী প্রতি বছর ১৪ লাখ শিশুর জন্ম দিচ্ছে। অর্থাৎ অপুষ্টির ঝুঁকি নিয়ে জন্ম হচ্ছে এসব শিশুর।
মঙ্গলবার (১৬ আগস্ট) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআর,বি) বাংলাদেশি নারীদের অপুষ্টির দ্বৈত বোঝা শীর্ষক এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে। আইসিডিডিআর,বি, যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএআইডি এবং ডেটা ফর ইমপ্যাক্ট এ অনুষ্ঠানের আয়োজন করে।
দেশে ২০০৭ সাল থেকে অপুষ্টিতে ভোগা নারিদের নিয়ে গবেষণা হচ্ছে। শেষ ২০১৭-১৮ সালে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের পুষ্টি পরিস্থিতি নিয়ে গবেষণা চালানো হয়।
অনুষ্ঠানে জানানো হয়, দেশে বর্তমানে বিবাহিত নারী ৩ কোটি ৮০ লাখ। এই নারীদের মধ্যে কিছু বিবাহিত নারী পুষ্টিহীনতার দ্বৈত বোঝায় ভুগছেন। এর মধ্যে পুষ্টিহীনতায় ৫০ লাখ নারীর ওজন প্রয়োজনের তুলনায় কম। অন্যদিকে এক কোটি ২০ লাখ নারীর ওজন প্রয়োজনের তুলনায় বেশি সমস্যায় ভুগছেন।
২০০৭ থেকে ২০১৭ সালের জনমিতি, স্বাস্থ্য ও পুষ্টির তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা বলছেন, আগের তুলনায় বিবাহিত নারীদের ওজন স্বল্পতাজনিত অপুষ্টি অনেকটা কমেছে। ২০০৭ সালে শহর ও গ্রামাঞ্চলে উচ্চতার চেয়ে কম ওজনের নারী ছিল ২৬ শতাংশ। এক দশক পর ২০১৭ সালে এসে তা ১১ শতাংশে নেমেছে। অন্যদিকে ২০০৭ সালে উচ্চতার চেয়ে স্থুলতার নারীর সংখ্যা ১৭ শতাংশ থাকলেও সেটি বেড়ে ৩৫ শতাংশে দাঁড়িয়েছে। গত দশ বছরে উচ্চতার তুলনায় ওজন কম এমন নারী কমলেও আস্বাভাবিক ভাবে উচ্চতার তুলনায় ওজন বেশি আশঙ্কাজনক ভাবে বেড়েছে।
বক্তারা বলেন, স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক নীতিতে পরিকল্পনায় বা প্রকল্পে কম ওজন বিষয়ক অপুষ্টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু অপুষ্টিতে ভোগা বেশি ওজনের নারীদের কথা তেমন কোথাও নেই। এই প্রভাব পরতে শুরু করেছে ইতোমধ্যে। তাই সবাইকে এই বিষয়টি নিয়ে এখনই কাজ করতে হবে।
আলোচকরা আরো বলেন, স্থূলতা যত বাড়বে তত অসংক্রামক রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে। ডায়বেটিস, হার্টের সমস্যাসহ অন্যান্য রোগের সংক্রমন বাড়বে। আর বাচ্চারাও মায়ের কাছ থেকে বিভিন্ন ধরনের রোগ নিয়ে জন্মাবে।
এ জাতীয় আরো খবর..