×
  • প্রকাশিত : ২০২২-০৮-০৮
  • ৭৩ বার পঠিত
কোনো রকম অসুবিধা না হলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ যুক্তরাষ্ট্রে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, 'তবে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা আগেই জানিয়ে দেব। '

আজ সোমবার (৮ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকা সফররত মার্কিন আন্তর্জাতিক সংস্থাবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসনের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্র যাদের নিষেধাজ্ঞা দেয় তারা জাতিসংঘের আমন্ত্রণে কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, 'অতীতে এই নিয়মের ব্যতিক্রমও দেখেছি।

তবে এটা না হওয়া পর্যন্ত আগে থেকে বলা মুশকিল। '
পুলিশপ্রধানের যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়টি আগে থেকে জানার চেষ্টা করবেন কি না প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'এ বিষয়ে আমরা এখনো যোগাযোগ করিনি। তবে সামনের দিনগুলোতে যোগাযোগ করব। '

এর আগে আন্তর্জাতিক সংস্থাবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিশেল সিসনের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'তারা জানিয়েছে এটা একটা আইনি প্রক্রিয়া। এ বিষয়ে মার্কিন রাজস্ব বিভাগ ও বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ বিষয়ক দপ্তর (ওফাক) কাজ করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সরাসরি এ বিষয়ে কোনো সম্পৃক্ততা নেই। আমরা বলেছি আমরা তাদের প্রক্রিয়া অনুযায়ী কাজ করতে চাই। এ জন্য তাদের আইনি পরামর্শক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছি। ওদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চেষ্টা করছি। '

গত বছরের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ‘মানবাধিকার লঙ্ঘন’-এর অভিযোগ এনে র‍্যাব এবং এর সাবেক-বর্তমান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ও পররাষ্ট্র দপ্তর। ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞায় থাকা কর্মকর্তাদের মধ্যে পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের (র‍্যাবের সাবেক মহাপরিচালক) নামও ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat