×
সদ্য প্রাপ্ত:
১২ ফেব্রুয়ারিই নির্বাচন, মার্কিন কূটনীতিকদের বললেন প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে রিকশা ও ভ্যানচালকদের মতবিনিময় ২২ জানুয়ারি প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু মুসলিম ব্রাদারহুডের ৩ শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন নির্বাচনী মাঠে টেকা নিয়ে ক্রমেই শঙ্কা বাড়ছে জাপা প্রার্থীদের ৮০ হাজার বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার প্রকল্প বাতিল, ধারণকৃত ১৪৬৪০ ভিডিওর কী হবে? যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আগামী নির্বাচনে কেউ মেকানিজমের চিন্তা করলে তাদের পালাতে হবে মোবাইল অ্যাপে র‌্যাপিড পাস রিচার্জ সুবিধা চালু মোবাইল অ্যাপে র‌্যাপিড পাস রিচার্জ সুবিধা চালু
  • প্রকাশিত : ২০২৬-০১-১৪
  • ৪ বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে টিকে থাকা নিয়ে ক্রমেই শঙ্কা বাড়ছে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীদের। যার নেপথ্যে রয়েছে, জাপাকে নির্বাচনের বাইরে রাখতে ফ্যাসিবাদ বিরোধী সংগঠনগুলোর নতুন তৎপরতা। দলটির অভিযোগ, নির্বাচনের বাইরে রাখতে সব চেষ্টায় ব্যর্থ হয়ে জুলাই যোদ্ধাদের নামে দুটি রাজনৈতিক দলের অনুসারীরা নতুন করে জাপার বিরুদ্ধে মাঠে নেমেছে। ইতোমধ্যে ফ্যাসিবাদবিরোধী সংগঠন ‘জুলাই ঐক্য’র পক্ষে জাপা প্রার্থীদের মনোনয়ন বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট করা হয়েছে। পাশাপাশি গত সোমবার ও মঙ্গলবার সংগঠনটি জাপাসহ ১৪ দলকে নির্বাচনের বাইরে রাখতে দুই দিনের কর্মসূচি পালন করেছে সংগঠনটি।  

এছাড়া গত শনিবার বগুড়ায় জেলা জাপার কার্যালয় দখল করে ‘জুলাই গণ-অভ্যুত্থান গবেষণা কেন্দ্র’র সাইনবোর্ড টাঙানো হয়েছে। জিএম কাদের এর নেতৃত্বাধীন জাপার মূল অংশের নেতাদের আশঙ্কা, আগামী ২২ জানুয়ারি আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হলে দলটির সম্ভাবনাময় প্রার্থীদের ওপর হামলা হতে পারে। 

দলের মহাসচিব শামীম হায়দার পাটেয়ারী দৈনিক বাংলাদেশের খবরকে বলেন, জাপাকে নির্বাচনের বাইরে রাখতে যেভাবে মব শুরু হয়েছে তা যদি সরকার ও ইসি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তাহলে আমাদের নির্বাচনে টিকে থাকা কঠিন হবে। সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে জাপার জন্য সম্ভাবনাও রয়েছে।

তিনি আরও বলেন, আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হলে আমাদের অনেক জনপ্রিয় প্রার্থীর ওপর হামলা হতে পারে। যারা জাপাকে হুমকি মনে করছে, তারাই সেটি ঘটাতে পারে। সেক্ষেত্রে সরকার ব্যবস্থা না নিলে আমরা ভোট বর্জনও করতে পারি।

তবে, জাপার প্রার্থীদের ওপর এখন পর্যন্ত কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি। 

জাপার দপ্তর সম্পাদক মাহমুদ আলম বলেন, ২৪৪ আসনে জাপা প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। বাছাইয়ে ১৭২ জনকে বৈধ ঘোষণা করা হয়। গত তিনদিনে আপিলে ২৩ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। অর্থাৎ ১৯৫ জন প্রার্থী ইতোমধ্যে বৈধ। আপিলে আরো কয়েকজনের মনোনয়নপত্র ফিরে পাওয়া গেলে নির্বাচনে ২০০ জনের কাছাকাছি প্রার্থী ‘লাঙল’ প্রতীক নিয়ে মাঠে থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat