শর্ত পূরণ না হওয়ার কারণ দেখিয়ে ৮০ হাজার বীর মুক্তিযোদ্ধার ভিডিও সাক্ষাৎকার নেওয়ার লক্ষ্যে নেওয়া একটি সরকারি প্রকল্প বাতিল করা হয়েছে। এই প্রকল্পের আওতায় এরই মধ্যে প্রায় ১৫ হাজার বীর মুক্তিযোদ্ধার ভিডিও সাক্ষাৎকার ধারণ করা হলেও সেগুলো বাতিল ঘোষণা করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে, এ কাজে যুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোনো বিল পরিশোধ করা হবে না এবং বাতিল হওয়া ভিডিওগুলো সংরক্ষণও করা হবে না।বুধবার (১৪ জানুয়ারি) প্রথম আলোতে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পর্যালোচনায় দেখা গেছে সাক্ষাৎকারের ভিডিওগুলোতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হয়নি। ভিডিওতে নানা অসংগতি রয়েছে এবং অনেক ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা সঠিকভাবে প্রতিফলিত হয়নি। এসব ভিডিও ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভ্রান্তিকর বা নেতিবাচক ধারণা তৈরি করতে পারে— এই আশঙ্কায় ভিডিওগুলো বাতিল করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..