বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজধানীর রিকশা, ভ্যান ও অটোচালকরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ের একটি ভিডিও তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন।গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, বিগত স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনে যেসব রিকশা, ভ্যান, অটোচালকরা রাজপথে ছিলেন, মিছিল-মিটিং করেছেন তাদেরকে গুলশান কার্যালয়ে ডেকে নিয়ে মতবিনিময় করেন তারেক রহমান। কার্যালয়ে ঢুকেই তারেক রহমান প্রথমে রিকশা, ভ্যান, অটোচালকদের সঙ্গে একে একে হেঁটে হ্যান্ডশেক ও কুশল বিনিময় করেন। এরপর কয়েকজন রিকশা, ভ্যান, অটোচালক বক্তব্য দেন। পরে তারেক রহমানও এসব নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে তারেক রহমানকে ধানের শীষ ও রিকশা সংবলিত একটি ক্রেস্ট উপহার দেন তারা।এসময় উপস্থিত রিকশা, ভ্যান, অটোচালকর সঙ্গে গ্রুপ ছবি তুলেন তারেক রহমান। অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া বিএনপির কোন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন না।
এ জাতীয় আরো খবর..