ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আসন সমঝোতা নিয়ে তীব্র টানাপোড়নে পড়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। শেষ মুহূর্তে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার জন্য ডাকা সংবাদ সম্মেলন স্থগিত হওয়ায় জোটে অসন্তোষ ও অনিশ্চয়তা প্রকাশ্যে এসেছে। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঙ্ক্ষিত আসন না পাওয়ায় জোটে থাকা না থাকা নিয়ে দ্বিধায় রয়েছে, যদিও অধিকাংশ দল এখনো জামায়াত জোটে থাকার পক্ষে। এর মধ্যেই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে নতুন রাজনৈতিক জোট গঠনের ইঙ্গিত দেওয়া হয়েছে। আসন বণ্টন নিয়ে মতবিরোধ, শেষ সময়ে নতুন দল যুক্ত হওয়া এবং কিছু বিষয় ঘিরে বিভক্ত অবস্থানের কারণে জোটে শেষ পর্যন্ত কতটি দল থাকবে— তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার নিষ্পত্তি আগামী বৃহস্পতি বা শুক্রবারের মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে।নির্বাচনের শেষ মুহূর্তে জোটটিতে চলছে নাটকীয়তা। গতকাল বুধবার জোটের পক্ষ থেকে চূড়ান্ত আসন বিন্যাস ঘোষণা করতে সংবাদ সম্মেলন ডেকে কয়েক ঘণ্টার ব্যবধানে তা স্থগিত করা হয়। যার নেপথ্যে, চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাক্সিক্ষত আসন পাওয়া না পাওয়ার হিসাব-নিকাশ। জোটে থাকা না থাকা প্রশ্নে খোদ ইসলামী আন্দোলনে অসন্তোষ রয়েছে বলেও জোটের একজন নেতা জানিয়েছেন। জামায়াতের সঙ্গে আসন সমঝোতা যখন জটিলতায়, তখন নতুন জোটের ইঙ্গিত দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।
এ জাতীয় আরো খবর..