বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন পণ্য পরিবহন মালিকরা। আজ বরিবার বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয় তেজগাঁওয়ে এক জরুরি সভা থেকে এমন দাবি জানানো হয়।
সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হোসনে আহম্মেদ মজুমদার বলেন, গত বছরের ৪ অক্টোবর কোনো গণশুনানি ছাড়া বিআরসির সঙ্গে পরামর্শ না করেই প্রতি লিটারে ১৫ টাকা ডিজেলের দাম বাড়ানো হয়। আবার এখন যখন জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে তখন হঠাৎ কোনো আলাপ আলোচনা ছাড়া ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা, পেট্রোল ৪৪ টাকা, অকটেন ৪৬ টাকা বাড়ানো হলো।
যা বর্তমান প্রেক্ষাপটে অযৌক্তিক এবং পণ্য পরিবহনের জন্য মরার উপর খরার ঘাঁ-এর সমান।
তিনি বলেন, পণ্য পরিবহন শিল্পে যখন অরাজক পরিস্থিতি বিরাজ করছে তখন কোন যুক্তিতে এবং কার পরামর্শে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো? জ্বালানি তেলের দাম বাড়ার ফলে কোনোভাবেই পণ্য পরিবহন শিল্প সচল রাখা সম্ভব নয়। এতে করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে।
এ জাতীয় আরো খবর..