×
  • প্রকাশিত : ২০২২-০৮-০৬
  • ৫২ বার পঠিত
জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির সিনিয়র কূটনীতিক রুচিরা কম্বোজ। এই প্রথম কোনো নারী জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।

দায়িত্ব গ্রহণের পর রুচিরা টুইটারে জানান, প্রথম ভারতীয় নারী হিসেবে এই দায়িত্ব পাওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয়।

এ সময় মেয়ে সন্তানদের প্রতি তিনি বলেন, মেয়েদেরকে বলতে চাই, আমরাও করতে পারি।

মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেসের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন রুচিরা।

জাতিসংঘের অন্যান্য নারী রাষ্ট্রদূতদের মধ্যে রয়েছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড, যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি (পিআর) রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড, নরওয়ের রাষ্ট্রদূত এবং নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি মোনা জুল প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat