×
  • প্রকাশিত : ২০২২-০৭-০৫
  • ৪৩ বার পঠিত
১০০ কোটি চীনা নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস করার চাঞ্চল্যকর দাবি করেছেন এক হ্যাকার। মোটা অঙ্কের অর্থে সেই তথ্য বিক্রি করার প্রস্তাবও দিয়েছেন তিনি। 

এক হ্যাকার দাবি করেছেন, সাংহাই পুলিশের থেকে ১০০ কোটি চীনা নাগরিকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছেন তিনি। এই দাবি সত্য হলে ইতিহাসে বড় তথ্য ফাঁসের ঘটনা এটি।

এই বেনামি ইন্টারনেট ব্যবহারকারীকে ‘চায়নাডান’ নামে চিহ্নিত করা হয়েছে। গত সপ্তাহে হ্যাকার ফোরাম ব্রিচ ফোরামসে পোস্ট করে জানানো হয়েছে, ১০ বিটকয়েনের জন্য ২৩ টেরাবাইটসরেও বেশি পরিমাণ তথ্য বিক্রি করতে চান ওই ব্যক্তি। 

পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘২০২২ সালে সাংহাই ন্যাশনাল পুলিশের তথ্যভাণ্ডার ফাঁস হয়ে যায়। ওই তথ্যভাণ্ডারে রয়েছে কোটি কোটি চীনা নাগরিকের ব্যক্তিগত তথ্য নাম, ঠিকানা, জন্মস্থান, জাতীয় আইডি নম্বর, মোবাইল নম্বরের মতো তথ্য রয়েছে।’’

যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি সংবাদসংস্থা রয়টার্স। এই ব্যাপারে মুখ খোলেনি সাংহাই সরকার ও সেখানকার স্থানীয় পুলিশ। ‘চায়নাডান’ নামে যিনি নিজেকে হ্যাকার বলে দাবি করেছেন, এখনও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat