গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা অবস্থায়ও নতুন করে ইসরায়েলি হামলায় আরও ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটির পৃথক দুই স্থানে ইসরায়েলি বাহিনীর গুলিতে তাদের মৃত্যু হয়। খবর আল–জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, গাজা সিটি হয়ে নিজ নিজ বাসায় ফিরছিলেন ফিলিস্তিনিরা। এ সময় ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন নয়জন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, কয়েকজন ফিলিস্তিনি সেনাদের খুব কাছে চলে এসেছিলেন, তাই সন্দেহভাজন হিসেবে তাদের ওপর গুলি চালানো হয়। তবে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, নিহতরা সাধারণ বেসামরিক নাগরিক।
নিহতদের মরদেহ গাজার আল–আহলি ও আল–নাসের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
এর আগে যুদ্ধবিরতির আওতায় গত ১৩ অক্টোবর হামাস জীবিত অবস্থায় ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। পাল্টা হিসেবে ইসরায়েলও গুরুতর সাজাপ্রাপ্ত আড়াইশ বন্দিসহ আরও ১ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়।
দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই নতুন হামলা যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে আবারও প্রশ্ন তুলেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জন জিম্মি হয়েছিলেন। তার জবাবে ইসরায়েলের টানা দুই বছরের অভিযানে গাজার অন্তত ৬৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। হাজারো মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।