তিনি বলেন, আওয়ামী লীগ ১৫ বছরে যে জঞ্জাল সৃষ্টি করে গেছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে, সেগুলোকে এক বছরের মধ্যে সব ঠিক করে ফেলা, এটা কারো পক্ষেই সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসবে, সেটাকে শক্তিশালী করার জন্য আমাদের নজর দিতে হবে। সব কর্মকাণ্ডকে পার্লামেন্ট কেন্দ্রিক করতে হবে।'
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর গ্রিন রোডে শ্রমিক সংগঠনের এক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব জানান, আওয়ামী লীগ ১৫ বছরে যে জঞ্জাল সৃষ্টি করে গেছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে, সেগুলোকে এক বছরের মধ্যে ঠিক করে ফেলা কারও পক্ষেই সম্ভব নয়।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীলতার সঙ্গে একটি আবাধ-সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ আসবে সেই সংসদীয় ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য নজর দিতে হবে। সব কর্মকাণ্ডকে সংসদকেন্দ্রিক করতে হবে। এটি না করলে সংসদীয় গণতন্ত্র কাজ করবে না। পৃথিবীর যেসব দেশে সংসদীয় গণতন্ত্র সফল হয়েছে সবগুলোতে কিন্তু সংসদ হচ্ছে রাজনীতির কেন্দ্রবিন্দু। রাস্তা থেকে উঠে চলে আসতে হবে সংসদে। আর কত দিন রাস্তায় থাকবেন? ৫০ বছর তো আমরা রাস্তায় চলছি। এগুলোকে ঠিক করে, এই জুলাই জাতীয় সনদের মাধ্যমে গণতন্ত্রকে যদি আমরা একটি সংস্কৃতিতে পরিণত করতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে।
আসন্ন জাতীয় নির্বাচনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সবাই যেভাবে ছোটখাট ভিন্নতা-দূরত্ব দূর করে সনদ স্বাক্ষর করতে পেরেছি, আসুন সেভাবে আমাদের দূরত্বকে দূর করে নির্বাচনটিকে একটি সত্যিকার অর্থে অর্থপূর্ণ নির্বাচনে পরিণত করি। অর্থাৎ একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন হোক। সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন, তারা আমাদের সংসদকে সত্যিকার অর্থে প্রাণবন্ত করে গড়ে তুলবেন, অর্থবহ করবেন এবং সেই সংসদ হবে আমাদের রাজনৈতিক কেন্দ্রবিন্দু। এভাবে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। গণতন্ত্রকে যদি আমরা সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করতে সক্ষম হই, তাহলে আমার ধারণা, আমার বিশ্বাস, সেখানে সব শ্রেণির দাবি-দাওয়া পূরণ হবে, স্বীকৃত হবে।