×
  • প্রকাশিত : ২০২২-০৬-০১
  • ৮৭ বার পঠিত
পাকিস্তানে ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ২১৩ রুপি বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এতে প্রতি লিটার ভোজ্যতেলের দাম এখন ৬০৫ রুপিতে গিয়ে ঠেকেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানায়।  

 
দেশটিতে ভোজ্যতেলের দাম এত বেশি বেড়ে যাওয়া নজিরবিহীন ঘটনা। যদিও নতুন এই দাম এখনও খুচরা বাজারে কার্যকর হয়নি।

এদিকে প্রতি কেজি ঘিয়ের দাম ২০৮ রুপি বেড়ে হয়েছে ৫৫৫ রুপি।    

করাচির ইউটিলিটি স্টোরস (ইউএসসি) করপোরেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘি ও ভোজ্যতেলের এই চড়া দাম ১ জুন থেকে কার্যকরের নির্দেশনা দিয়ে ইউএসসি নোটিশ জারি করেছে।

তবে সরকার কেন তেল, ঘিয়ের দাম একলাফে এত বাড়াল সে বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি। 

নামকরা কোম্পানিগুলোর ঘি ও ভোজ্যতেল এখন পর্যন্ত লিটারপ্রতি ৫৪০ থেকে ৫৬০ রুপিতে বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে শিগগিরই ইউএসসি ঘোষিত দামে ঘি ও ভোজ্যতেল বিক্রি হবে বলে ইঙ্গিত দিয়েছেন ‘পাকিস্তান বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন’ (পিভিএমএ) এর মহাসচিব উমর ইসলাম খান।

তিনি বলেন, ঘি বা ভোজ্যতেল প্রস্তুতকারীরা ইউএসসিকে ধারে পণ্য দেওয়া বন্ধ করে দিয়েছে। কারণ, তাদের পাওনা ২০০ থেকে ৩০০ কোটি রুপি এখনও পরিশোধ করেনি ইউএসসি করপোরেশন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat