×
  • প্রকাশিত : ২০২২-০৭-১৬
  • ৮৫ বার পঠিত
চরম অর্থনৈতিক সংকটে পড়ে দেউলিয়া হতে বসেছে শ্রীলংকা। গত ৭০ বছরে এতটা অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়েনি দেশটি। দেশটিতে মূল্যবৃদ্ধি চরমে পৌঁছেছে। দেখা দিয়েছে প্রয়োজনীয় জ্বালানি, খাবারের তীব্র সংকট। দেশে ছেড়ে চলে গিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশে জরুরি অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘে। প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষ। প্রেসিডেন্টের সরকারি ভবনেও ঢুকে পড়েন তারা। এহেন টালমাতাল পরিস্থিতিতে বিক্ষোভের মধ্যেই প্রেসিডেন্টের সরকারি বাসভবন একের পর এক ছবি তুলে আলোচনায় এসেছেন এই তরুণী। 

১২ জুলাই ফেসবুকে ২৬টি ছবি পোস্ট করেছেন কলম্বোর বাসিন্দা মধুহংসী মধুহংসী। সঙ্গে লিখেছেন, ‘কলম্বোয় প্রেসিডেন্টের বাসভবনে।’ মধুহংসীর ওই ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়।

অবশ্য নেটিজেনরা বিষয়টি ভাল চোখে দেখেননি। এক জন লিখেছেন, আপনি নিজের দেশকেই ঠাট্টা করছেন।

অন্য একজন লিখেছেন, শ্রীলংকার নতুন পর্যটনস্থল।

যদিও মধুহংসী একা নন, আরও অনেকেই বিদ্রোহ অধ্যুষিত প্রেসিডেন্ট ভবনে বেড়াতে এসেছেন। ছবি তুলছেন। কেউ কেউ ছোট বাচ্চাদের নিয়েও এসেছেন। এর আগে বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে সুইমিং পুলে বিক্ষোভকারীদের নেমে পড়তে দেখা যায়। কাউকে আবার প্রেসিডেন্টের পালঙ্কে শুয়ে থাকতে দেখা যায়। এক দল আবার রান্নাঘরে ঢুকে রান্নাও করেছেন বলে জানা গেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat