জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর আজ শনিবার সকাল থেকে চট্টগ্রামে গণপরিবহন চলাচল কমে গেছে। আনুষ্ঠানিক কোনো পরিবহন ধর্মঘটের ডাক না দিলেও বিভিন্ন স্থানে বাস চলাচলে বাধা সৃষ্টি করছে পরিবহন শ্রমিকেরা। ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
সকাল থেকে নগরের ইপিজেড এলাকা, টাইগার পাস, এ কে খান মোড়সহ বিভিন্ন স্থানে যানবাহন চলাচলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এ কারণে সড়কে গণপরিবহনের সংখ্যা কমে যায়। অফিস ও কলকারখানাগামী মানুষকে বিপাকে পড়তে হয়েছে। কিছু কিছু গণপরিবহন চললেও ভাড়া স্বাভাবিকের চেয়ে বেশি গুনতে হয়েছে। ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে শ্রমিকদের বাগ্বিতণ্ডা হয় বিভিন্ন স্থানে।
সকালের দিকে কিছু গণপরিবহন চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কের বিভিন্ন মোড়ে শ্রমিকেরা অবস্থান নিয়ে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ করে দেয়। সকাল ১০টার দিকে নগরের এ কে খান মোড়ে শ্রমিকেরা রাস্তায় নেমে লাঠিসোঁটা নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
একইভাবে শ্রমিকদের বাধার মুখে ইপিজেড এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ইপিজেড এলাকার চাকরিরত মো. শাহীন নামে এক ব্যক্তি বলেন, ‘বাসযোগে সকাল নয়টায় কাস্টমস মোড় পর্যন্ত এসেছি। এরপর গাড়ি আর যায়নি। তারপর রিকশাযোগে অফিসে যাই।’
শহর এলাকার বাস চলাচলকারী দুটি মালিক সমিতির হচ্ছে চট্টগ্রাম জেলা সড়ক পরিহন মালিক গ্রুপ ও চট্টগ্রাম বাস মালিক সমিতি। প্রথমটির মহাসচিব হচ্ছেন গোলাম রসুল বাবুল। দ্বিতীয়টির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন। কিন্তু দুজনেরই ফোন বন্ধ রয়েছে।
শুক্রবার জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গোলাম রসুল রাতে প্রথম আলোকে বলেন, তারা কোনো ধর্মঘট আহ্বান করেনি। সকালে বাস চলবে। তবে অপর অংশটি বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছিল বলে জানা গেছে। এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, সিটি বাস ওনার্স অ্যাসোসিয়েশন নামে শহর এলাকায় অপর একটি সংগঠন রয়েছে। এই সংগঠনের সভাপতি তরুণ দাশগুপ্ত বলেন, সকালে কিছু গাড়ি চলেছে। কিন্তু বেলা বাড়ার পর থেকে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। অনেক জায়গায় শ্রমিকেরা বাধা দিচ্ছে। এ ছাড়া খরচ বেশি পড়ার কারণে শ্রমিকেরা বাস চালাতে চাচ্ছে না।
এদিকে, দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়ও বাস চলাচল কমে গেছে। এ কারণে বেশি ভাড়া দিয়ে ভোগান্তি মাথায় গন্তব্যে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। এ বিষয়ে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মুছা বলেন, বাস চলাচল তুলনামূলক কমে গেছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এটা হয়েছে।
এ জাতীয় আরো খবর..