×
  • প্রকাশিত : ২০২২-০৭-৩০
  • ৫২ বার পঠিত
বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জনদুর্ভোগ লাঘব ও মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত পঞ্চগড়ের শিক্ষার্থীরা।

আজ শনিবার বেলা সাড়ে ১২টায় জাতীয় জাদুঘরের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রকল্যাণ সমিতির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মাজহারুল হক প্রধান, সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব ও পঞ্চগড় জেলা সমিতির সভাপতি মো. মাহবুবুর রহমান ফারুকি, পঞ্চগড় জেলা সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অব পঞ্চগড়ের (ডিইউসেপ) সাবেক সভাপতি সাদ্দাম হোসেন, ঢাবির মাস্টার দ্য সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমানসহ জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ ঢাকা কলেজের ছাত্রকল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

বক্তব্য প্রদানকালে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মাজহারুল হক প্রধান বলেন, 'পঞ্চগড়ে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার দাবি নতুন কিছু নয়।

অনেক আগে থেকেই এই দাবি উত্থাপন করে আসছি। আমি জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই দাবির কথা উত্থাপন করেছি। কিন্তু সেটা বাস্তবায়ন করা হচ্ছে না। বর্তমানে পঞ্চগড় সদর হাসপাতালটি ২৫০ শয্যাবিশিষ্টি। আর একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার জন্য ২৫০টি বেড হলেই সেটা প্রতিষ্ঠা করা যায়। সুচিকিৎসার জন্য পঞ্চগড়বাসীকে পদে পদে ধুঁকতে হচ্ছে এখনো। '
মানববন্ধনে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, পঞ্চগড়ের সাথে সার্কভুক্ত দেশগুলোর একটি সংযোগ রয়েছে। উত্তরবঙ্গের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত বেশ ভালো, যা বর্তমানে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়েও নেই। কারণ সেখান দিয়ে প্রতিবেশী দেশ ভারত, নেপাল, ভুটানসহ চীনের শিক্ষার্থীরা সহজেই আসতে পারছে। পঞ্চগড়ে একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হলে সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা বাংলাদেশে পড়ার সুযোগ পাবে। তার থেকেও বড় সুবিধা হলো, এলাকার মানুষ পরিপূর্ণ চিকিৎসাসেবা নিতে পারবে। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী এদিকে সুনজর দেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat