×
  • প্রকাশিত : ২০২২-০৭-২৭
  • ৫০ বার পঠিত
রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দাদের অব্যাহত সহায়তার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস। পাঁচ দিনের সফর শেষে তিনি অভিবাসন ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ সরকারের দৃষ্টান্তমূলক ভূমিকার প্রশংসা করেন।

আইওএম ১৯৯২ সাল থেকে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করে আসছে। বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালে।

সফর শেষে উগোচি ড্যানিয়েলস বলেছেন, ‘৯ লাখেরও বেশি রোহিঙ্গার অবস্থান, সহযোগিতা করা এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন সংক্রান্ত গ্লোবাল কমপ্যাক্টের একটি 'চ্যাম্পিয়ন কান্ট্রি' হিসেবে নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া উচিত। ’ 
সফরের শুরুতে উপ-মহাপরিচালক (ডিডিজি) ড্যানিয়েলস কক্সবাজারে বিশ্বের বৃহত্তম আশ্রয় শিবির পরিদর্শন করেছেন। মিয়ানমারের পরিস্থিতি রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে প্রত্যাবর্তনের সুযোগ না আসা পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের চলমান সহযোগিতা অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন উগোচি ড্যানিয়েলস।

উগোচি ড্যানিয়েলস কক্সবাজারে আইওএম পরিচালিত টেকসই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা, বিশ্বের বৃহত্তম মানবিক সৌর শক্তি চালিত পানি সরবরাহ ব্যবস্থা, ক্লিনার এনার্জি প্রভিশন সিস্টেমস বিভিন্ন কর্য়ক্রম পরিদর্শন করেন। তিনি বলেন, ‘এই সংকটের দীর্ঘায়িত প্রকৃতির জন্য আমাদের সৃজনশীল এবং উদ্ভাবনী প্রক্রিয়া বাড়াতে হবে। মানবিক তহবিল হ্রাসের মুখে তারা যাতে মর্যাদার সঙ্গে বেঁচে থাকতে পারে, তা নিশ্চিত করার জন্য আমাদের স্থিতিস্থাপকতা তৈরি করা চালিয়ে যেতে হবে। ’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat