×
  • প্রকাশিত : ২০২২-০৬-২০
  • ৬২ বার পঠিত
দেশে নারীমুক্তি আন্দোলনের অন্যতম অগ্রদূত, ‘জননী সাহসিকা’ খ্যাত কবি সুফিয়া কামালের ১১১তম জন্মদিন আজ। তাঁর জন্ম ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে।

রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করা সুফিয়া কামাল স্বশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠেন। ছোটবেলা থেকেই তিনি লেখালেখি শুরু করেন।

১৯১৮ সালে তিনি মায়ের সঙ্গে কলকাতায় গিয়ে বেগম রোকেয়ার সংস্পর্শে আসেন। সাহিত্যচর্চার পাশাপাশি দীর্ঘ কর্মজীবনে তিনি মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন, নারীমুক্তির আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। বাংলাদেশ মহিলা পরিষদ, ছায়ানট, কচিকাঁচার মেলাসহ বিভিন্ন সংগঠনের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়।

তাঁর লেখা বইয়ের মধ্যে ‘সাঁঝের মায়া’, ‘মায়া কাজল’, ‘মন ও জীবন’, ‘একাত্তরের ডায়েরি’, ‘উদাত্ত পৃথিবী’, ‘একালে আমাদের কাল’ উল্লেখযোগ্য।

সুফিয়া কামালের জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

কবি সুফিয়া কামালের জন্মদিন উপলক্ষে প্রতিবছর বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করলেও বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে এবার কোনো আয়োজন নেই। তবে অনলাইনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat