×
  • প্রকাশিত : ২০২২-০৬-০৩
  • ৭৭ বার পঠিত
দেশে ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৩৫ টাকা থেকে কমিয়ে এক হাজার ২৪২ টাকা করা হয়েছে। প্রতি সিলিন্ডারে দাম কমেছে ৯৩ টাকা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়।


বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করেন।

জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১০৩ টাকা ৫২ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী হিসাব করে সাড়ে পাঁচ কেজি, ১২ কেজি, সাড়ে ১২ কেজি, ১৫ থেকে ১৮ কেজি, ২০, ২৫ ৩০, ৩৫ কেজি এবং ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম ঠিক করা হবে।

এদিকে গাড়িতে ব্যবহৃত অটো গ্যাস প্রতি লিটারের দাম ৫৭ টাকা ৯১ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের ৫৯১ টাকাই রয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির নতুন মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি। গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তার পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কমিশনের সচিব খলিলুর রহমান খান, সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, মোহাম্মদ বজলুর রহমান, কামরুজ্জামান প্রমুখ সংযুক্ত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat