×
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৭
  • ৭৭ বার পঠিত
কোটা সংস্কারের আন্দোলন চলছে। সারা দেশই উত্তাল। তারকারাও বসে নেই।  কোটাবিরোধীদের আন্দোলনে সমর্থন জানিয়ে অনেকেই পোস্ট দিচ্ছেন।

অনেকেই না দেওয়ায় আলোচনা-সমালোচনা হচ্ছিল বিভিন্ন গ্রুপে। এ তালিকায় ছিলেন অভিনয়শিল্পী আফরান নিশো। এবার তিনি মুখ খুললেন। আজ সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলেন একটি কবিতা।

কবিতার নিচে সংক্ষেপে লেখা আ/নি। তাতে ধারণা করা যায়, কবিতাটি তারই লেখা। কবিতায় তিনি প্রশ্ন তুলেছেন লাল-সবুজের পতাকায় আজ কেন এত লাল?
তিনি লেখেন, আমার সোনার বাংলা/আমাদের প্রাণ../লাল-সবুজের পতাকা/সবুজের মাঝে লাল.../ বাবা মুক্তিযোদ্ধা / চেতনা-/লড়ব যদি যাক প্রাণ../ লাল-সবুজের পতাকা..../তাদেরই প্রতিদান/ তাদের আত্মত্যাগের ঘ্রাণ../ তবে আজ.../ কেন এত..... লাল???

তিনি শেষ দিকে লেখেন,

‘সবুজে লাল খুঁজি...

লালে নয় সবুজ

পতাকা হচ্ছে রক্তাক্ত...

পুরো জাতি কি আজ অবুঝ?

বলেন না?

মা বলেন ...আর চাই না লাল...

ফিরিয়ে দাও... আমার সবুজ।

লাল-সবুজের পতাকায় আজ কেন এত লাল?

শান্তি চাই

হোক সংস্কার

অপমান চাই না

রক্তাক্ত রাজপথ চাই না

হোক সমাধান

লাল-সবুজের পতাকায় আর তো লাল চাই না...’

আ/নি.

উল্লেখ্য, আফরান নিশোর বাবা একজন মুক্তিযোদ্ধা।

কিছুদিন আগে তিনি মৃত্যুবরণ করেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat