×
  • প্রকাশিত : ২০২২-০৬-২৯
  • ৭১ বার পঠিত
ইভিএমে ভোট হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার রাতে নয়; দিনে ঘরে বসেই সব ভোট নিয়ে নিতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, তারা এখন 'ইভিএম ইভিএম' করছে। অর্থাৎ রাতের বেলা সিল মারতে হবে না। দিনের বেলা ঘরে বসেই সব ভোট নিয়ে নিতে পারবে তারা।

এ রকম মকারির নির্বাচনে বিএনপি যাবে না।  
আজ বুধবার (২৯ জুন) রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে টুকু এসব কথা বলেন।  

যুবদলের সদ্য ঘোষিত কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে সঙ্গে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে যান। এ সময় আরো ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, যুবদলের বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক মিল্টন, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহিন প্রমুখ।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, 'যতক্ষণ একটি নিরপেক্ষ সরকার না আসবে বিএনপি সেই নির্বাচনে অংশ নেবে না। বিএনপি একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করতে চায়। বিএনপি দেখিয়ে দিয়েছে গণতন্ত্র কাকে বলে। বেগম খালেদা জিয়া পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিল। সেই নির্বাচনে অংশ নিয়ে বিএনপি পরাজয় বরণ করেছিল। এটাকেই বলে আসল গণতন্ত্র। এই সরকারের যদি সৎসাহস থাকে তাহলে তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আসুক। আমরা যদি পরাজয় বরণ করি করব। তবে খেলাটা ফেয়ার চাই। ' 

সিইসির চার দিনে ভোট করার প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, 'তিনি হাইব্রিড কি না জানি না। আবার তিনি চার দিনে কেন নির্বাচন করতে চান সেটাও জানি না। ' 

তিনি বলেন, 'বাংলাদেশ জন্মের আগে থেকেই আমরা এক দিনেই ভোট করি। চার দিনে ভোট করার মানে হলো ভোটগুলো এনে ডিসি অফিসে রাখা। আর ডিসি অফিসকে কেউ বিশ্বাস করে না। সুতরাং এটি বাংলাদেশ হবে না। '

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat