×
  • প্রকাশিত : ২০২২-০৬-২৯
  • ৬০ বার পঠিত
সিলেট, সুনামগঞ্জসহ দেশের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সোনালী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ও সিএসআর তহবিল হতে মোট তিন কোটি টাকা প্রধানন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেওয়া হয়েছে।

গত ২৭ জুন (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ অনুদান গ্রহণ করেন।

এ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও ন্যায়পাল এ কে এম কামরুল ইসলাম এফসিএ এবং ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর (অতিরিক্ত দায়িত্ব) মো. মুরশেদুল কবীর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এ কে এম মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকী, সোনালী ব্যাংক প্রধানমন্ত্রীর কার্যালয় শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার প্রণতি দাস ও  পাবলিক রিলেশন্স ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. তানজিমুল ইসলাম।

উল্লেখ্য, গত মঙ্গলবার সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮০তম সভায় এই  আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat