×
  • প্রকাশিত : ২০২৫-১০-৩০
  • ১৮ বার পঠিত

যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনের গাজায় নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী ভঙ্গুর যুদ্ধবিরতি পুনরায় চালু করার দাবি করলেও টানা দুই দিন ধরে উত্তর গাজায় হামলা হচ্ছে। বুধবারও ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার বাহিনী। আজ বৃহস্পতিবারও হামলার আশঙ্কা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার রাতে চালানো প্রাণঘাতী বোমাবর্ষণের ফলে বিভিন্ন এলাকায় ভয়াবহ অবস্থা বিরাজ করছে।

আল-শিফা হাসপাতালের তথ্য অনুসারে, বুধবার সন্ধ্যায় ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছে। ইসরায়েল দাবি করেছে, তারা এমন একটি অস্ত্র মজুত স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে; স্থানটি সৈন্যদের জন্য তাৎক্ষণিক হুমকি ছিল।

এই হামলা গাজার ভঙ্গুর যুদ্ধবিরতিতে আরও অনিশ্চয়তা যোগ করেছে। গত ১০ অক্টোবর কার্যকর হওয়ার পর আবারও ইসরায়েলি বোমাবর্ষণে কাঁপছে উপত্যকাটি।

মঙ্গলবার দক্ষিণ গাজার রাফায় একজন ইসরায়েলি সৈন্যের মৃত্যুর খবর পাওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গাজায় প্রতিশোধমূলক হামলার নির্দেশ দেন। এর ফলে এখন পর্যন্ত ১০৪ জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আলজাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে।ইসরায়েল দাবি করেছে, তাদের হামলায় হামাসের জ্যেষ্ঠ যোদ্ধা নিহত হয়েছে। তারপর বুধবারের মাঝামাঝি থেকে আবারও যুদ্ধবিরতি পালন শুরু করবে তারা। কিন্তু দখলদার বাহিনী তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে আবারও গাজায় হামলা চালাচ্ছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat