এশিয়া সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে পাঁচ দিনের এশিয়া সফরে বের হয়েছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রথম এশিয়া সফরে মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ায় যাবেন ডোনাল্ড ট্রাম্প। সফরের শেষ দিকে কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প-কিম বৈঠকের ‘উল্লেখযোগ্য সম্ভাবনা’ রয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠক নির্ধারিত হয়নি।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উত্তর কোরিয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, কিম জং উনের সঙ্গে বৈঠক করার জন্য আমি প্রস্তুত আছি। যদি উত্তর কোরিয়া চায় তবে আমি সাক্ষাতে রাজি।
উত্তর কোরিয়াকে পারমাণবিক স্বীকৃতি দেওয়ার দাবির বিষয়ে তিনি বলেন, তারা কার্যত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। তাদের অনেক অস্ত্র রয়েছে, এটাই সত্য।
বার্তা সংস্থা এএফপি'র তথ্য মতে, মালয়েশিয়ায় ২৬ থেকে ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য আসিয়ান সম্মেলনে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি মালয়েশিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সই করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তির জন্য চেষ্টা করবেন।
এরপর ট্রাম্পের গন্তব্য হবে জাপান। সেখানে সদ্য দায়িত্ব নেওয়া দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ এবং প্রতিরক্ষা ব্যয় বাড়াতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে।