স্বাধীনবাংলা, মৌলভীবাজার প্রতিনিধিঃ
ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্টবিহীন কোনও ফার্মেসী চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক। আজ বুধবার (৪ নভেম্ভর) মৌলভীবাজারে ‘মডেল ফামেসী ও মডেল মেডিসিন শপ’ এর প্রয়োজনীয়তা ও সম্ভাবনা শীর্ষক এক আলোচনায় এ কথা জানান ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান। স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সোসাইটি মৌলভীবাজার শাখা এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় প্রশিক্ষণপ্রাপ্ত ফার্মাসিস্টদের মধ্যে অ্যাক্রিডিটেশন সনদপত্র বিতরণ করেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক।
এ সময় বক্তব্য রাখেন, মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, ঔষধ প্রশাসনের উপ পরিচালক মো. সালাউদ্দিন, সহকারী পরিচালক সালমা সিদ্দিকা ও বিসিডিএস মৌলভীবাজার শাখার সেক্রেটারি সৈয়দ আব্দুর রউফ মানিক এবং
প্রায় দেড় শতাধিক ফার্মেসী মালিক উপস্থিত ছিলেন।